Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নির্বাচনী সহিংসতায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জগন্নাথপুর২৪ ডেস্ক:: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ার ৮নং হলতা গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনি তালুকদার (২৫) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।সোমবার  সকালে উপজেলার কবুতরখালী গ্রামে এ ঘঁনা ঘটে। নিহত জনি তালুকদার গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম.আর শওকত হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার সকাল পৌনে আটটার দিকে গুলিশাখালী ইউনিয়নের স্থানীয় আলমগীর মিয়ার বাড়ির সামনে জনি তালুকদার দাড়িয়ে ছিলেন।

এমন সময় ২০/২৫ জন সন্ত্রাসীরা তাকে আক্রমন করে। সন্ত্রাসীদের দেখে জনি তালুকদার দৌড়ে পালানোর চেষ্টা কালে ধাওয়া খেয়ে রাস্তার পাশে মাঠের মধ্যে জনি তালুকদার যায়। এসময় সন্ত্রসীরা এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে উন্নতর চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে জনি মারা যায়।

ওসি আরো জানান, এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের স্বজনদের দাবি, উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছিলেন জনি তালুকদার। তাই প্রতিপক্ষের (নৌকার) সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন ফেরদৌস এ ঘটনার সাথে নৌকার সমর্থকরা জড়িত নয়।

সুত্র-আমার সংবাদ

Exit mobile version