Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নিষিদ্ধ মাছ-পোনা আমদানি করলে কারাদণ্ড

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আমদানি করা মাছ, পোনা বা রেণুর মাধ্যমে রোগ-জীবাণু ও ক্ষতিকর উপাদান প্রবেশ এবং নিষিদ্ধ ঘোষিত মাছ আমদানি ঠেকাতে ‘মৎস্য সঙ্গনিরোধ আইন-২০১৭’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আইনের মাধ্যমে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ‘মৎস্য সঙ্গনিরোধ আইন-২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদনের কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, আইনে বলা হয়েছে, আইন বাস্তবায়নে একটি কর্তৃপক্ষ থাকবে। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃপক্ষের প্রধান থাকবেন। কর্তৃপক্ষ প্রয়োজনে আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করতে পারবে। কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করবে। যারা পোনা বা রেণু আমদানি বা রপ্তানির বিষয়ে সুপারিশ করতে পারবে। কর্তৃপক্ষ মৎস্য সঙ্গনিরোধ কেন্দ্র স্থাপন করতে পারবে। বিদেশ থেকে মাছ, পোনা ও রেণু আমদানি করতে হলে এ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। এই আইন অমান্য করলে দোষীরা অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তিনি বলেন, মাছ জাতীয় জিনিস এখন আমরা নিজেরা নিয়ে আসছি। কিন্তু ভবিষ্যতে আনতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগবে। আমদানির অনুমতিপত্র এবং মৎস্য বিষয়ক সনদপত্র গ্রহণ, সংশোধন, বাতিলের এখতিয়ার দেয়া আছে কর্তৃপক্ষকে। এগুলো কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করবে।

Exit mobile version