Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যের বিকল্প নেই : আজিজুস সামাদ ডন

তাহিরপুর প্রতিনিধি ::
‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়াটা আমাদের জাতির গর্ব। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের জন্যই আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্যই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি এবং স্বাধীনভাবে চলতে পারি। আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে হবে, আর স্বাধীনতা ধরে রাখতে হলেই নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই।’
শনিবার দুপুরে তাহিরপুর সদর পূর্ব বাজারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম, জাতীয় স্থলবন্দর লীগ সভাপতি আজাদ হোসেন, ওবায়দুর রহমান কুবাদ, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমদাদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

Exit mobile version