Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নৌকা প্রতীক পেলে সংসদ নির্বাচন করব – জগলুল

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল বলেছেন,‘ সকলের দোয়ায় আমি পৌরসভায় ২ বার বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। আমি পৌরসভার যে উন্নয়ন করেছি তা আমার নয়, আওয়ামী লীগের উন্নয়ন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে আমি পৌর এলাকার উন্নয়ন করতে পারতাম না। আওয়ামী
লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে উন্নয়নের জোয়ারে বইছে। এক সময় ছিল মানুষকে না খেয়ে থাকতে হতো। দেশে ছিল না শিক্ষার আলো, কিন্তু আওয়ামী লীগ সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে তখন থেকে দেশ দারিদ্র মুক্ত, ঘরে ঘরে জ¦লছে শিক্ষার আলো। তাই বাংলাদেশকে উন্নয়নের অন্যতম দেশ করতে হলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে।’
তিনি আরো বলেন,‘আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে সুনামগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীক দেন, তাহলে আমি সংসদ নির্বাচন করব। নৌকা ছাড়া আমি নির্বাচন করব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নৌকা প্রতিক আমাকে না দিয়ে অন্য কাউকে দেন আমি তার বিরুদ্ধে যাব না বরং তার হয়ে আমি নৌকাকে বিজয়ী করার জন্য মাঠে নামব। কারণ আমি আওয়ামী পরিবারের সন্তান, নৌকার বিরুদ্ধে আমি কখনও অবস্থান নেই নি; আর নেবও না।
বুধবার সন্ধ্যায় পৌরসভার সম্মেলন কক্ষে পৌর এলাকার আওয়ামী নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আয়ূব বখ্ত জগলুল এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা অ্যাড. চাঁন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অ্যাড.শুকুর আলী, অ্যাড. স্বপন রায়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নবনী দাশ, যুবলীগ নেতা অ্যাড. পঙ্কজ তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহ-সভাপতি মুজাহের আলী, সহ-সম্পাদক সৈকতুল ইসলাম, দপ্তর সম্পাদক লিটন সরকার, পৌর আওয়ামী লীগের সদস্য চন্দন সেন, সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জন্টু তালুকদার, বিজয় তালুকদার বিজু, ছাত্রলীগ নেতা দুলন তালুকদার, আরিফুল ইসলাম, শিপু, বিক্রম দাশ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে পৌরসভা থেকে আয়ুব বখত জগলুল-এর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Exit mobile version