Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা

জগন্নাথপুর২৪.ডেস্ক:

চট্টগ্রামে পঞ্চম বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় স্বামী আলাউদ্দিনকে (৩৬) কুপিয়ে হত্যা করেছেন চতুর্থ স্ত্রী নুর জাহান (২৩)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নগরের বসুন্ধরা আবাসিকের ৬নং লেন জোড়া খাম্বা সংলগ্ন মরজিনার মার কলোনীর একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুরী থানার মতি অলম বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মঈন উদ্দিনের ছেলে। তবে বর্তমানে হালিশহরের বসুন্ধরা আবাসিকে থাকতেন।

নিহতের চতুর্থ স্ত্রী নুর জাহানকে আটক করেছে পুলিশ। আটক নুর জাহান নোয়াখালী জেলার মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, সম্প্রতি আলাউদ্দিন তার চতুর্থ স্ত্রী নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। যা শনিবার রাতে চরমে পৌঁছায়। পরে গভীর রাতে তার ক্ষুব্ধ স্ত্রী নুর জাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিনকে হত্যা করেন।
স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে হালিশহর থানা পুলিশ দ্রুত গিয়ে নুর জাহানকে হেফাজতে নেয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা বেগম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নূর জাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি হত্যা মামলা করা হয়েছে।

সুত্র খবরের কাগজ

Exit mobile version