স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তম সামাজিক ও মানবতার সংগঠন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হত-দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । রবিবার বিকেলে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রদানের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র সদস্য মোঃ জামিয়াদ হোসেন এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংস্থা’র সদস্য হাম্মাদ সাদী । স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র পরিবেশ ও স্থাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আইনুল ইসলাম ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি এম এ ছাত্তার ফাউন্ডেশন (খাগাউড়া) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি এম এ ছাত্তার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ মুক্তার মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ-ওয়েষ্ট যুক্তরাজ্য’র সাবেক সভাপতি হাজী মোঃ তকলিছ মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ-ওয়েষ্ট যুক্তরাজ্য’র সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ ছালিক মিয়া, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক মহিউদ্দিন বাবলু, রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য মোঃ নুরুজ্জামান, রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ও রাণীগঞ্জ কলেজ এর প্রভাষক মিছলুর রহমান প্রমুখ আলোচনা সভার শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় । পরে রানীগঞ্জ ইউনিয়ন বিভিন্ন গ্রামের ১০০শত পরিবারকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।