স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি নির্বাচনী এলাকাসহ দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ শুভেচ্ছা বার্তায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের মানুষ শান্তিতে বসবাস করছেন। উন্নয়ন ও অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে। সফল সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের শান্তি ও অগ্রগতি অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থাকার আহ্বান জানান দেশবাসীর প্রতি। তিনি ঈদের তাৎপর্য বজায় রেখে সবাইকে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান।