স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পরিবার পরিকল্পনা মা,শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্য সেবা কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রাখায় উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন কে শ্রেষ্ঠ ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। শনিবার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলামের হাতে শ্রেষ্ট ইউনিয়ন পরিষদের প্রশংসা পত্র তুলে দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান। এর আগে গত ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে এ পুরুস্কার ঘোষণা করা হয়। শনিবার চিলাউড়া হলদিপুর পরিবার কল্যান কেন্দ্রে এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়নের প্রশংসাপত্র দেওয়া হয়।