Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাউবোর দূর্নীতিবাজ কর্মকর্তাকে প্রতীকী ঝাড়ুপেটা

এনামুল হক জুবের
বৃহস্পতিবার সুনামগঞ্জ পাউবো ঘেরাও কর্মসূচিতে একমত পোষণ করার জন্য শহরের শত শত সংস্কৃতি কর্মী এসেছিলেন বিক্ষোভ কর্মসূচিতে। কেউবা হাতে ঝাড়–, কেউ বা কৃষক সেজে, কেউ এসেছিলে জুতা হাতে নিয়ে প্রতিবাদ জানাতে।
সংস্কৃতিকর্মী ‘আদি’ পাউবো কর্মকর্তা সেজে আসায় বিপদে পড়তে হয়েছিল তাকে। আরেক সংস্কৃতিকর্মী ‘প্রিয়’ কৃষক হয়ে (সেজে) পাউবো কর্মকর্তার (আদি’র) গলার টাই ধরে টানা হেছড়া শুরু করেন। এসময় ঝাড়– নিয়ে মারমুখী হয়ে পাউবো কর্মকর্তার (আদি’র) দিকে তেড়ে আসেন নাট্যকর্মী ‘পল্লব’। তবলা বাদক ‘অমিত বর্মণ’ (আদিকে) প্লাইং কিক দিতে উদ্যত হন। অবশ্য সাংবাদিক সেজে আসা সুহৃদ সমাবেশের বন্ধু ‘হৃদয়’ এবং পুলিশ কর্মকর্তা সেজে আসা বন্ধুসভার বন্ধু ‘রাজু’ বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে বললেন,‘আইন নিজের হাতে নেওয়া যাবে না’। দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণই আমাদের প্রধান দাবি।
রাজু ও হৃদয়’এর মহানুভবতায় পাউবো কর্মকর্তা (আদি) ছাড়া পেয়েই চম্পট দিল। তাকে আর বিক্ষোভকারীরা খুঁজেই পেল না।
প্রসঙ্গত. এবার হাওর রক্ষা বাঁধ নির্মাণে প্রায় ৬৮ কোটি টাকা বরাদ্দ হলেও অনেক হাওরে ঠিকাদার কাজই শুরু করেনি। পিআইসির কাজ নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। অবশ্য পাউবো কর্মকর্তাদের দাবি পিআইসি ৭০ থেকে ৮০ ভাগ কাজ করেছে। ঠিকাদার করেছে ৫০ থেকে ৭০ ভাগ। হাওরাঞ্চলের কৃষকরা পাউবো’র এমন বক্তব্যে বিক্ষুব্ধ। বিভিন্ন ব্যানারে দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে মিছিল-সমাবেশ, বিক্ষোভ করছেন কৃষকরা

Exit mobile version