Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাকিস্তানের মন্ত্রিসভায় হিন্দু সদস্যের শপথগ্রহণ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পাকিস্তানের মন্ত্রিসভায় গত ২০ বছরে মধ্যে প্রথমবারের মতো কোনো হিন্দু সদস্য স্থান পেলেন।

দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির মন্ত্রিসভায় দর্শন লালকে (৬৫) চারটি প্রদেশের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি সিন্ধু প্রদেশের ঘটকি জেলার মিরপুর মাথেলো শহরে চিকিৎসকের পেশায় আছেন।

শুক্রবার ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন, তাদেরকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মমনুন হুসেন। এর মধ্যে ২৮ জন কেন্দ্রীয় এবং ১৯জন প্রদেশিক সভার সদস্য।

দর্শন লাল সদ্য ক্ষমতাচ্যুত নওয়াজ শরিফের দল (পিএমএল-এন) থেকে সংখ্যালঘুদের সংরক্ষিত আসনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

Exit mobile version