Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাটলী ইউনিয়ন পরিষদের উদ্যেগে কর আহরন সংক্রান্ত কর্মশালা

রুমেন আহমদ.পাটলী থেকে:: জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেছেন, স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ যত বেশী শক্তিশালী হবে জনগন ততই বেশী উপকৃত হবে। তিনি বলেন,তৃণমুলের জনগনের প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ জনগনের জন্য একটি সেবামুলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। জনগনকেও এই সেবামুলক প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সহযোগীতা করতে হবে। তিনি গতকাল জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের উদ্যেগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইউনিয়ন পরিষদের দায়িত্ববলী এবং তা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে কর আহরন সংক্রান্ত কর্মশালা এবং সমন্ধিত উন্নয়ন উদ্যোগ এর কার্যক্রম বাস্তবায়ন সম্পকিত জনসচেতনামুলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক এর সভাপতিত্বে ও ইউপি সচিব হেমেন্দ্র কুমারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শামস উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার,পরিবার কল্যাণ অফিসার একরামুল হক,সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্য বৃন্দ বক্তব্য রাখেন।

Exit mobile version