Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাটলী যুব সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান

পাটলী ইউনিয়ন প্রতিনিধি :: সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জু মোহাম্মদ শাহরিয়ার বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। সে লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষা প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুশিক্ষা অর্জনের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্র আলোকিত হয়ে উঠবে। আমরা সবাই যদি সরকারের পাশাপাশি শিক্ষা উন্নয়নে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে পারি, তাহলে শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে । তিনি সোমবার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ১০তম মেধা বৃত্তি বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দুপুর ১২ টায় সংঘের সভাপতি নোমান আহমদ কেনানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তুয়েল মিয়ার পরিচালনায় পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্টিত বৃত্তি বিতরনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ পাল, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, প্রধান শিক্ষক নজীর উদ্দিন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কে,এম জামাল, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মিয়া, সাবেক সভাপতি আব্দুল মুবিন প্রমুখ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদ পত্র, ক্রেষ্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন।

পাটলী যুব সংঘের সভাপতি নোমান আহমদ কেনান জানান, এ বছর উপজেলা ৩৯ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সনদ পত্র, ক্রেষ্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

Exit mobile version