Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাহাড়ের মায়াজাল-অধ্যক্ষ মো.আব্দুল মতিন

কবিতা-

 

দূর থেকে পাহাড় ডাকে মায়াজাল ফেলে ।
পাহাড়ের উপর নীলাকাশ আর সূর্যের আলো;
ষোড়শী চোখের টানের মতো পাগল করা
মুগ্ধতায় অনেকদিন পর হৃদয়ে বান
ডাকে।
বিরহের ডালপালা লুকিয়েছো কোথায়? খুঁজে পেলামনা। কেউ যেন যাদুকাটা নদীতে সাঁতার কাটছে
আমার পাশে। ঢেউয়ের শব্দ কোলে নিয়ে পাহাড় চুড়ায় গেলো ! শিমুলফুলের খোঁপার বালিকা পাশে ছিল যৌবন নিয়ে।

সীমান্তরক্ষীদের বাঁধার ব্যানার ছিড়ে এগুতে চেয়ে ব্যর্থ হলাম।পাখি হতে ইচ্ছে করেছিল তখন ; পাহাড়ের আতিথেয়তা নিতে।
দূর থেকে জিজ্ঞেস করি, পাহাড় তোমার নির্ঘুম সাধনার বয়স কতো?এ কাঁটাতার ডিঙিয়ে কেমনে দেখা করি তোমার সাথে?
মেঘ হয়ে এসো; মিলন শেষে ঝরে পরবো প্রেমহীন, নিষ্ঠুর দেশে কালবৈশাখীর বেশে।

Exit mobile version