কোরআনে আল্লাহ বলেন, আর আমি (আল্লাহ) মানবজাতিকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতা-মাতার সঙ্গে সুন্দর আচরণ করে। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছেন ও অতিকষ্টে প্রসব করেছেন এবং লালন-পালন করেছেন। (সুরা আহকাফ, ১৫)
আল্লাহতায়ালা বলেন, আমি তো মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচারণের নির্দেশ দিয়েছি। জননী সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেন এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার (আল্লাহর) প্রতি এবং তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন তো আমারই কাছে। (সুরা লোকমান, ১৪)
পিতা-মাতার কতই না গুরুত্ব। মহান রাব্বুল আলামিনের কাছে। পিতা-মাতার জন্য কি দোয়া করতে হবে। আল্লাহ নিজে সে দোয়া মানবজাতিকে শিক্ষা দিয়েছেন। হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছেন। (সুরা বনি ইসরাঈল, ২৩-২৪)
রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হয়েছে, কে আমার উত্তম আচরণ পাবার বেশি হকদার। রাসুলুল্লাহ (সা.) বলেছেন তোমার মা। তিনবার একই প্রশ্নের উত্তরে তিনি মায়ের কথা বলেছেন। চতুর্থবার বলেছেন, তোমার পিতা। (বুখারি ও মুসলিম)। পিতা-মাতাকে পেয়েও যে জান্নাত অর্জন করতে পারল না, তার জন্য ধ্বংস অনিবার্য। সেখানে পিতা-মাতার গায়ে হাত! কত বড় বেয়াদবি। জঘন্য, নিকৃষ্ট কাজ। ভাবাই যায় না। মানুষ এত নিচে নামে কীভাবে? এত জঘন্য হয় কীভাবে? যারা এমনটা করছেন, তারাও তো মা-বাবা। একটিবারও কি সেটা তারা ভাবেন? তারা কি বৃদ্ধ হবেন না? তাদের অবস্থা এর চাইতে খারাপ হবে না- কে তা বলতে পারে।
সন্তানকে কোরআন-হাদিস তথা ইসলামি শিক্ষা দেওয়া হয়নি। ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা দোষের নয়। দোষের হলো, যতটুকু দরকার ততটুকু কোরআন-হাদিস না শেখানো। ইসলামি মূল্যবোধে উজ্জীবিত না করা। ইসলামি বিধি-বিধান না জানানো। উচ্চশিক্ষিত হলে কি হবে? তার অন্তরে আল্লাহর ভয় নেই। সে তো জানেই না, বৃদ্ধ পিতা-মাতা তার জন্য কত বড় নেয়ামত। পিতা-মাতার কত মর্যাদা আল্লাহর কাছে। এমন সন্তান তো পিতা-মাতার গায়ে হাত তুলবেই। তার হৃদয়ে ইসলাম, কোরআন, হাদিস নেই। আল্লাহর ভয় নেই। দায়ী তো পিতা-মাতাই। কেন ছোটকালে কোরআন-হাদিস শিক্ষা দেওয়া হলো না? আধুনিক বানাতে গিয়ে তাকে কেন নরকের পথে ঠেলে দেওয়া হলো? ওয়াইস আল করনি (রা.) রাসুলের জামানায় থেকেও সাহাবি হতে পারেননি। মা অসুস্থ, তাই রাসুলুল্লাহ (সা.)-এর সাথে দেখা করতে যেতে পারেননি। এই খবর দয়ার নবি (সা.) জানলেন। তিনি বললেন, আমার কাছে আসতে হবে না। আমার সাক্ষাতের চেয়ে তোমার মায়ের খেদমত করা বেশি জরুরি ও বেশি ফজিলতের কাজ। রাসুলুল্লাহ (সা.) তার একটি জুব্বা ওয়াইস আল করনি (রা.)-এর জন্য রেখে যান ওমর (রা.)-এর কাছে।
রাসুলুল্লাহ (সা.) বলেন, হে ওমর, ওয়াইস আল করনির কাছ থেকে তুমি দোয়া নিয়ো। তাই জন্ম দেওয়াই নয়, সন্তানকে কোরআন-হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোনটা ভালো, কোনটা মন্দ- কোরআন-হাদিসের আলোকে শিক্ষা দিতে হবে। এই দায়িত্বে যত দিন পিতা-মাতার অবহেলা, অনাদর দেখা যাবে, তত দিন অবধি এ ধরনের অনাচার, পাপাচার কমবে বলে মনে হয় না।