Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার দিনপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার দিনপুর গ্রামের সমির মোল্লার মেয়ে সাহারা বেগম (৫) ও ইসলাম উদ্দিনের ছেলে শাকিল আহমদ (৬)। তারা সম্পর্কে মামতো-ফুপাত ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাহারা বেগম বাড়ির ও শাকিল আহমদ বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় অসাবধানতাবশত তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের খোঁজতে থাকলে এসময় নিহতদের মরদেহ দুটি পুকুরে ভেসে উঠতে দেখেন তারা। পরে পুকুর থেকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত সাহারা বেগমের বাবা সমির মোল্লা বাদি হয়ে দুপুরে ফেঞ্চুগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ দুটি দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা।সিলেটের ফেঞ্চুগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার দিনপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

নিহতরা হলেন, উপজেলার দিনপুর গ্রামের সমির মোল্লার মেয়ে সাহারা বেগম (৫) ও ইসলাম উদ্দিনের ছেলে শাকিল আহমদ (৬)। তারা সম্পর্কে মামতো-ফুপাত ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাহারা বেগম বাড়ির ও শাকিল আহমদ বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় অসাবধানতাবশত তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের খোঁজতে থাকলে এসময় নিহতদের মরদেহ দুটি পুকুরে ভেসে উঠতে দেখেন তারা। পরে পুকুর থেকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত সাহারা বেগমের বাবা সমির মোল্লা বাদি হয়ে দুপুরে ফেঞ্চুগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ দুটি দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version