স্টাফ রিপোর্টার-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও সাধারণ সম্পাদক বিমল বণিক স্বাক্ষরিত কমিটি অনুমোদন করা হয়। পরে অনুমোদিত কপি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। সুনামগঞ্জ শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় কমিটি গ্রহণকালে উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির আহ্বায়ক বিজন কুমার দেব সদস্য সচিব বিভাস দে সদস্য অমিত দেব পৌর শাখার সদস্য সচিব দ্বীপক কুমার দেব। অনুমোদিত কমিটিতে বিজন কুমার দেব কে আহ্বায়ক ও বিভাস দে কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা শাখায় আহ্বায়ক কমিটি ও প্রদীপ সূত্রধর কে আহ্বায়ক ও দ্বীপক কুমার দেব কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিকে ৯০ দিনের মধ্যে সন্মেলন করতে নির্দেশ দেওয়া হয়।