Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পৃথিবীর সবচেয়ে বড় পরিবারে আছেন ৩৯ স্ত্রী, ৯৪ সন্তান, ১৪ পুত্রবধূ এবং ৩৩ নাতি-নাতনি নিয়ে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: পৃথিবীর সব থেকে বড় পরিবার রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ মিজোরামে। পরিবারের প্রধান ৬৬ বছরের জিওনা চানা।৩৯ স্ত্রী ছাড়াও, ৯৪ সন্তান, ১৪ পুত্রবধূ এবং ৩৩ নাতি-নাতনি রয়েছে তার। তবে পরিবারের সংখ্যা বাড়াতে আরো বিয়ে করতে চান জিওনা চানা।
পরিবারেই সবাই থাকেন এক ছাদের তলায়, চারতলা একটি বাড়িতে। মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তে পার্বত্য মিজোরামের বাক্তোয়াং গ্রামে অবস্থিত এই চারতলা বাড়িটিতে ঘরের সংখ্যা ১০০। ৩৯ জন স্ত্রী পরিবারের কর্তার বেডরুমের কাছেই ডর্মেটরিতে থাকেন। তবে স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের কর্তা সবসময়ই চান সাত থেকে আটজন স্ত্রী সবসময়ই যেন তাঁর পাশে থাকেন।

নিজের পুত্র, তাদের স্ত্রী এবং সন্তানেরা একই বাড়ির অন্য ঘরে থাকেন। কিন্তু তাঁরা একই রান্নাঘর ব্যবহার করেন। স্ত্রীরা রয়েছেন রান্নার দায়িত্বে।

Exit mobile version