1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) পেরুর পাহাড়ি এলাকা আয়াকুচোতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, আন্দিজের ওপর দিয়ে যাওয়া বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল। তবে আয়াকুচোর এই পাহাড়ি অঞ্চলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

আয়াকুচোর সরকারি কর্মকর্তা ওয়াইবার ভেগা জানিয়েছেন, ইতিমধ্যে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর বাকি তিনজনের দেহ উদ্ধারের কাজ চল

ওই কর্মকর্তা বলেন, খারাপ আবহাওয়া ও শিলাবৃষ্টির জন্য আমাদের মৃতদেহ উদ্ধার করতে সময় লাগছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৩ মে) সকালে লামা থেকে আয়াকুচো শহরে যাওয়ার সময় লিবার্তাদোরোস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে একটি খাদে পড়ে যায়। যদিও চালকদের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা আজ নতুন নয়।

এর আগে গত ৩০ এপ্রিল পেরুর উত্তরাঞ্চল অবস্থিত কাজার্মাকা উপত্যকায় বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

পেরুর পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মোট ৩ হাজার ১৩৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারি এই পরিসংখ্যানে বলা হয়, এসব দুর্ঘটনার শতকরা ৭০ ভাগই ঘটে চালকের ভুল বা তাদের শারীরিক ক্লান্তির মতো কারণে।

 

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com