Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রখর রোদ্র আর প্রচন্ড গরমে ঈদ উদযাপন করছেন জগন্নাথপুরবাসী

গতকাল রোববার আবহাওয়া অধিদপ্তরের তথ্যে
 বলা হয়েছিল ঈদের দিন সোমবার সারাদেশ বৃষ্টি হবে। দিনভর গুড়িগুড়ি বৃষ্টি, মাঝাড়ি ও ভারী বর্ষন হওয়ার আভাস দেয়া হলেও সুনামগঞ্জের জগন্নাথপুরে আবহাওয়া অধিদপ্তরের তথ্যে অকার্যকর ছিল।
ঈদের দিন সকাল থেকে প্রখর রৌদ্র ছিল জগন্নাথপুরে। সেই সঙ্গে গরমের তীব্রতায় প্রায় ঘরবন্দিই অবস্থায় ঈদ উদযাপন করছেন উপজেলাবাসী।
সকাল থেকেই ঝলমলে রোদে ঈদের নামাজ আদায় করে কোরবানির পশু জবাইয়ের পর মাংস বন্টন করতে হয় লোকজনকে। প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ। গরমের কারনে
বাসা বাড়ি থেকে অনেকেই বাহিয়ে বের হচ্ছেন না। গরমের বৈদ্যুতিক পাকার বাতাসও যেন গরম হয়ে উঠছে।
জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সোহেল আহমদ বলেন, বৃষ্টিবিহীন তীব্র গরমের মধ্যে ঈদ উদযাপন চলছে। প্রখর রৌদ্রে প্রায় জনশূন্য হয়ে পড়েছে শহর।
Exit mobile version