Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রজ্ঞাপনের দাবীতে শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ধর্মধট চলছে

জগন্নাথপুর২৪ ডেস্ক::কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ব্যানারে এ সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী চলছে। গতকাল রোববার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা আজ সোমবার সকাল ১০টা থেকে সব ধরনের পরীক্ষা ও ক্লাস বর্জনের ঘোষণা দেন।
এতে আন্দোলনকারী নেতারা বলেন, গত ৩২ দিনেও সরকার কোটার বিষয়ে প্রজ্ঞাপন জারি না করায় আমরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। অনেক সময় দেওয়া হয়েছে, আর নয়। এবার প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। গত ৮ এপ্রিল থেকে টানা পাঁচ দিন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ১২ এপ্রিল জাতীয় সংসদে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তবে এ পর্যন্ত কোনো প্রজ্ঞাপন প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীরা ধর্মঘটের ঘোষণা দেন।

মানবজমিন

Exit mobile version