Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রতিদিন ৬০ কোটি টাকা রিচার্জ করেন মুঠোফোন ব্যবহারকারীরা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: দিনে মুঠোফোন ব্যবহারকারীরা রিচার্জ করেন প্রায় ৬০ কোটি টাকা। মাসে এর পরিমাণ ১৮শ’ কোটি টাকা। বছরে এর পরিমাণ ২১হাজার ৯০০শত। দেশের ১২ কোটি ২৬ লাখ ৫৭ হাজার মোবাইল ফোন গ্রাহক এ পরিমাণ রিচার্জ করেন। দেশের ৫টি মোবাইল অপারেটরদের গ্রাহকরা এ হিসাবের অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি ও সিটিসেল। এ অপারেটরদের ইন্টারনেটের গ্রাহক ৪ কোটি ২৭ লাখ ৬৬ হাজার। এর মধ্যে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন ৪ কোটি ১৩ লাখ মানুষ। ৫ অপারেটরদের ফ্লেক্সিলোড বা রিচার্জ করতে ব্যবহার করা হয় মাহিন্দ্রা কমভিভার প্লাটফরম। প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রিয়াদ হাসনাইন গনমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিদিন কেউ ১০০ টাকা কেউ ২০০ টাকা আবার কেউ ১০ টাকাও রিচার্জ করেন। টাকার হিসাবটি থাকে মোবাইল অপারেটরদের কাছে। তাই গড়ে হিসাব করলে প্রায় ৬০ কোটি দাঁড়ায়। রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক এর বাইরে। তাদের রিচার্জের জন্য ব্যবহার করা হয় হুয়াওয়ের প্লাটফরম। মাহিন্দ্রা কমভিভা বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক ও ভিএএস সলিউশন সেবা প্রতিষ্ঠান। এটি টেক মাহিন্দ্রার একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের কোম্পানি মাহিন্দ্র গ্রুপের অংশ। মোবাইল ফাইন্যান্স, কনটেন্ট, তথ্য বিনোদন, মেসেজিং, মোবাইল ডাটা ও ম্যানেজড ভিএএস সার্ভিসেস সলিউশনের মতো বিস্তৃত কার্যক্রম পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটি। এর সলিউশনগুলো বিশ্বের ৯০টিরও বেশি দেশে ১৩০টিরও বেশি মোবাইল সেবা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে বিভিন্ন উৎসবের দিনে রিচার্জের পরিমাণ অনেক বেড়ে যায়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, গত বছর ৬টি মোবাইল ফোন অপারেটর মোট আয় করেছে ২১ হাজার ৪২৫ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ৯৮৭ টাকা। এর মধ্যে গ্রামীণফোনের আয় সর্বোচ্চ ১০ হাজার ৪৩ কোটি টাকা। এ ছাড়া বাংলালিংক ৪ হাজার ১৩২ কোটি ৬৪ লাখ, রবি ৪ হাজার ৬৭২ কোটি ২৫ লাখ, এয়ারটেল এক হাজার ৭১৩ কোটি ৮২ লাখ, টেলিটক ৬৬০ কোটি ২৭ লাখ টাকা এবং সিটিসেল ২৩০ কোটি ৫২ লাখ টাকা আয় করেছে। প্রসঙ্গত, মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর এ আয় থেকে জাতীয় রাজস্ব বোর্ড পায় ১৫ ভাগ ভ্যাট। আর বিটিআরসি পায় ৫ দশমিক ৫ ভাগ রেভিনিউ শেয়ারিং। এদিকে মোবাইল অপারেটরদের মাধ্যমে মাহিন্দ্রা কমভিভা শিগগিরই বাংলাদেশে আনছে নতুন প্রযুক্তি। যার মাধ্যমে খুব সহজেই আর্থিক লেনদেন করা সম্ভব। ক্রেডিট কার্ড ব্যবহার না করেই শুধু মোবাইল ফোন দিয়েই পরিশোধ করা যাবে যে কোন ধরনের বিল। বিশ্বের কয়েকটি দেশে এরই মধ্যে ওই পদ্ধতি চালু করা হয়েছে। বাংলাদেশে মোবাইল ব্যবহারের অগ্রগতির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিশ্বের মোবাইল অপারেটরদের জন্য নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে মাহিন্দ্রা কমভিভা গত বছরে অর্জন করেছে বেশ কিছু পুরস্কার। এগুলো হচ্ছে- মেফফিস ২০১৪ অ্যাওয়ার্ড, গ্রাহাম বেল অ্যাওয়ার্ড, গ্লোবাল টেলিমকস বিজনেস ইনোভেশন অ্যাওয়ার্ড ও ফ্রোস্ট অ্যান্ড সুলুলভান আফ্রিকা অ্যাওয়ার্ড।

Exit mobile version