Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রধানমন্ত্রীর সফর সফলের লক্ষ্যে জগন্নাথপুরে আজিজুস সামাদ ডনের দিনভর গনসংযোগ ও প্রচারনা

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষ্যে রোববার দিনভর জগন্নাথপুরের বিভিন্ন স্থানে গনসংযোগ, প্রচারনা ও সভা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাতীয় প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন।
সকাল ১০:০০ ঘটিকায় জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হাছনফাতেমাপুর গ্রামে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ হরমুজ আলীর বাসভবনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা হুমায়ুন খানের পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিজুস সামাদ আজাদ ডন। উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কয়েছ মিয়া, জহুর মিয়া, যুবলীগ নেতা হীরা মিয়া প্রমুখ। দুপুর ১১:৩০ ঘটিকায় রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য মোঃ ফিরোজ মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জানান। দুপুর ১২:৩০ ঘটিকায় রানীগঞ্জ বাজারে ইউ/পি আওয়ামী লীগ নেতা শাহ জামান উল্লাহ মুক্তারের সভাপতিত্বে ও শাহিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন। বেলা ১:০০ ঘটিকায় গন্ধর্ব্বপুর গ্রামে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন মিটু’র ছেলে আকিকা অনুষ্ঠানে যোগদান করেন। বেলা ০২:০০ ঘটিকায় সময় জগন্নাথপুর বাজারস্থ হাবিব কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুস সামাদ আজাদ ডন আগামী ৩০ জানুয়ারি প্রধান মন্ত্রীর জনসভায় সর্বস্তরের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রবাসী কমিউনিটি নেতা আশিকুল হক টেক্কা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব কাউন্সিলর মোঃ আবাব মিয়া, পৌর আওয়ামী লীগ নেতা ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন, যুবলীগ নেতা ও প্যানেল মেয়র-২ মোঃ সুহেল আহমদ, সেলিম মিয়া, সোনা মিয়া, আনা মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিদ্দিকুর রহমান, হাজী আকমল হোসেন, আমিনুল ইসলাম, জিয়াউর রহমান, শাহ শাহিন মিয়া, সৈয়দ আহমদ হোসেন তানিন, আসাদ কোরেশী, জয়নুল আহমদ কোরেশী, আক্তার হোসেন, রনি মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম, শাহানুল হক, সামছুল হক, ছাত্রলীগ নেতা মিঠন দেব প্রমুখ। বিকাল ৩:০০ ঘটিকায় চিলাউড়া বাজারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোতালিব মিয়া, সাবেক মেম্বার নুর মিয়া, ফরুখ মিয়া, সাবেক ইউপি সদস্য আবু তাহের, হাজী বুরহান উদ্দিন, জুলহাস মিয়া, যুবলীগ নেতা রাফিক মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম কিবরিয়া, মিলাদ মিয়া, জোবাইন আহমদ প্রমুখ। পরক্ষণে চিলাউড়া পন্ডিতায় খেলোয়ার হোসেন খেলুর বাড়ীতে মত বিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজে মিলিত হন। বিকাল ৪:৩০ ঘটিকায় সৈয়দপুর বাজারে লিপলেট বিতরণের মাধ্যমে গনসংযোগ শেষে সৈয়দপুর বাজারে সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ ছাবির মিয়া (সাব্বিরের) কার্যালয় উদ্বোধনী সভায় মিলিত হন। প্রবীন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সৈয়দ মাখন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সৈয়দ শেফুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন হাফিজ সৈয়দ নাঈম আহমদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্যসৈয়দ ছাবির মিয়া (সাব্বির), আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল মালিক, সৈয়দ আবুল খয়েল মেম্বার, সৈয়দ মুনতাহিদ আলী, সৈয়দ তৈমুজ আলী, প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ আব্দুল জাহির, মকসুদ কোরেশী প্রমুখ। সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় সৈয়দপুর হাড়িকোনায় যুক্তরাজ্যের সাউথ শিল্ট শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও কৃতি ফুটবলার মকসুদ কোরেশী’র বাড়ীতে মত বিনিয়ময় সভায় মিলিত হন। সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় নয়াবন্দর বাজারে গনসংযোগে যোগদান করেন। এসময় তাহার সাথে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কালীকুমার রায়, হোসাইন আহমদ টিটু, শেখ মামুন হোসেন, শাহ আলম খান, প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version