Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে-বিজন কুমার দেব

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেছেন, খেলাধুলার মাধ্যমে শারিরিক ও মানসিক সুস্থ পরিপূর্ণতা লাভ করা যায়। তাই শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার চর্চা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল কে এগিয়ে নিতে স্কুল পর্যায়থেকে প্রশিক্ষনের ব্যবস্থা করা দরকার। এক্ষেত্রে বর্তমান সরকারের ভূমিকা প্রশংসনীয়। ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ক্রিকেট খেলায় আমরা বিশ্বে নিজেদের অবস্থান তৈরী করেছি। আগামীতে ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা উড়বে এ প্রত্যাশা করতে চাই। তিনি গতকাল জগন্নাথপুর উপজেলার ইকড়ছই সিনিয়র মাদ্রাসা চত্বরে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মাসব্যাপী স্কুল ভিত্তিক ফুটবল প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দাস এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্খার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা ক্রীড়া অফিসার আল আমীন,

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন রাহুল, পৌর যুবলীগ নেতা ‍সুজিত কুমার দেব, ক্রীড়া সংগঠক জুয়েল মিয়াসহ ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও প্রশিক্ষনার্থী খেলোয়ারবৃন্দ। পরে প্রশিক্ষনার্থীদের কে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে টিশার্ট ও সনদ প্রদান করা হয়।

Exit mobile version