1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড নিল জগন্নাথপুরের স্কুল ছাত্রী

  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক শিক্ষার্থী প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করেছে। সোমবার  প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।  উপজেলার কলকলিয়া ইউনিয়নের সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ঈশিতা দাশ রাখী অ্যাওয়ার্ড গ্রহণ করেন। ২০২১ সালে ঈশিতা জাতীয় পর্যায়ে এ অ্যাওয়ার্ড জন্য মনোনীত হয়। সিলেট বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে সে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে গৌরব অর্জন করে। ঈশিতা তখন জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাঁর বাবা মিহির কান্ত দাশ সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক। তাঁর মা গীতা রানী সরকার  একজন গৃহিণী। তারা সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাশীপুর গ্রামের বাসিন্দা।

মিহির কান্ত দাশ জানান,চাকুরির সুবাদে জগন্নাথপুর আছেন তাদের পরিবার। তাঁর মেয়ে পড়াশোনার পাশাপাশি গানবাজনা খেলাধুলা ও স্কাউটে সক্রিয় রয়েছে। ইতিমধ্যে শাপলা কাব অ্যাওয়ার্ড পাশাপাশি হালিমা খাতুন মেধাবৃত্তি,শহীদ স্মৃতি মেধা নির্বাচনী পরীক্ষায় প্রথম স্হান অর্জন সহ অনেক সফলতা অর্জন করেছে। তিনি মেয়ের শাপলা অ্যাওয়ার্ডের জন্য বিশেষ ভাবে শিক্ষিকা সেলিনা বেগমের সহযোগিতার কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন।  তিনি মেয়ের আগামী উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া চান।

সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী ঈশিতার সাফল্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে লিখেন,পড়াশোনায় ভালো ঈশিতা তাঁর চমৎকার বক্তব্য সাহস ও আত্মবিশ্বাস দিয়ে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এটা আমার বিশ্বাস।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com