Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রধান উপদেষ্টা জানিয়েছেন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হঠাৎ বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের কথা আবার তুলে ধরেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধান উপদেষ্টার পৃথক বৈঠকের পর রাত সোয়া ১০টার দিকে সাংবাদিকদের এ কথা জানান প্রেস সচিব। তিনি বলেন, বৈঠকগুলো খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। আলোচনার  মূল বিষয় ছিল নির্বাচন, সংস্কার ও জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে। সব রাজনৈতিক দল নিজ নিজ অবস্থান তুলে ধরেছে। পাশাপাশি প্রধান উপদেষ্টাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। কোনো কোনো দল বলেছে, পুরো বাংলাদেশ প্রধান উপদেষ্টার নেতৃত্বে আস্থা রেখেছে। তাঁর নেতৃত্বেই যেন বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়।

শফিকুল আলম বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জামায়াত মনে করছে, সংস্কার প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর লেগে যেতে পারে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে অধ্যাপক ইউনূস যে টাইমলাইন দিয়েছেন, জামায়াত সেটাকে সমর্থন দিয়েছে। এনসিপিও সমর্থন জানিয়েছে। এনসিপি ও জামায়াত মনে করছে, অবাধ নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, সেটা নির্বাচন কমিশনে নেই। তারা জোর দিয়েছে, কমিশনের সংস্কারের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড যেন নিশ্চিত করা হয়।

বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, এ মাসেই জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া শুরু হবে। আইন মেনে দ্রুত সময়ে বিচার প্রক্রিয়া শেষ করার বিষয়ে তিনি সবাইকে আশ্বস্ত করেছেন। চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, সংকটের কী হলো, তা আমরা জানি না। খুবই সৌহার্দ্যপূর্ণভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে।

প্রেস সচিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে জানিয়েছেন, সংস্কার প্রক্রিয়া ২০ জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই সনদ গ্রহণ করা হবে। জুলাই ঘোষণার বিষয়ে কাজ হচ্ছে এবং খুব দ্রুত এ কাজ শেষ হবে।
সুত্র সমকাল

Exit mobile version