স্টাফ রিপোর্টার
প্রভুপাদ শ্রীশ্রী বিশ্বরূপ গোস্বামীর জন্মতিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। প্রভুপাদ শ্রীশ্রী বিশ্বরূপ গোস্বামীর জন্মতিথি উদযাপন কমিটির আয়োজনে সুনামগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দিরে আগামীকাল শুক্রবার রাত ৯টায় মহোৎসবের শুভ অধিবাস। পরিবেশনায় শ্রীযুক্ত নিরঞ্জন দাস। এর আগে বিকার ৫টায় পবিত্র গীতা থেকে পাঠ. শ্রীশ্রী চৈতন্য পরিতামৃত। পরিবেশনায় বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের (কেন্দ্রীয় কমিটি, সুনামগঞ্জ) সভাপতি শ্রীযুক্ত মহানামব্রত চক্রবতীর্।
২৩ সেপ্টেম্বর শনিবার ব্রহ্ম মুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীত্তর্নের শুভারম্ভ। শ্রীশ্রী লীলামৃত বিতরণে শ্রীযুক্ত নিরঞ্জন দাস, শ্রীযুক্ত রূপম ধর, শ্রƒযুক্ত টিটু দাস, শ্রীযুক্তা রুবী রানী দাস। ২৪ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় শ্রীযুক্ত নিরঞ্জন দাস’র পরিবেশনায় দধিভাণ্ড ভঞ্জন ও পূর্ণা।