Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রমাণ পেলে বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব- জগন্নাথপুরে ডিসি

জগন্নাথপুরে প্রাথমিক সহকারি শিক্ষক পদে প্রতারণার মাধ্যমে ভুয়া নাগরিক সনদপত্র সংগ্রহকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় গণমাধ্যমের পক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট প্রমান পাওয়া গেলে আমরা বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহণ করব।
আজ বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক
মতবিনিময়সভা ও গণশুনানী অনুষ্ঠানের
প্রধান অতিথি জেলা প্রশাসকের নিকট
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় বহিরাগতের বিষয়ে জানতে চাই এসময় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন, বহিরাগতরা নাগরিক সনদপত্র কোথায় পায়, কারা তাদেরকে সনদ দেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিধিদের সচেতন হতে হবে। জনপ্রতিনিধিরাই পারেন বহিরাগতদের প্রতিরোধ করতে। তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলে, বহিরাগতের সনাক্ত করে লিখিতভাব জানান, আমরা আইনানুগত
ব্যবস্থা নেব।
Exit mobile version