1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
প্রসঙ্গ 'মা' দূর্গা। - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন

প্রসঙ্গ ‘মা’ দূর্গা।

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭৫ Time View
হিন্দুধর্মে ঈশ্বর সর্বশক্তিমান। আবার ঈশ্বর দুই রূপেই বিদ্যমান। ১. নিরাকার ২. সাকার।
ঈশ্বরের নিরাকার রূপের নাম ব্রহ্ম; আর সাকার রূপের নাম দেবতা। ঈশ্বরের নিরাকার রূপটি নির্দিষ্ট হলেও সাকার রূপ অনির্দিষ্ট। কারন মানুষের জ্ঞাত, অজ্ঞাত যে কোন রূপ ধারণা করার ক্ষমতা তাঁর আছে  বলেই এই রূপটি তার নির্দিষ্ট নয়। অবশ্য সব সময় যে তাঁর রূপ নিজের ইচ্ছের উপর নির্ভরশীল; এমন নয়। ভক্তের ইচ্ছার উপরও এই রূপ নির্ভর করে। যে কারনে একটি কথা প্রচলিত আছে,ঈশ্বর কেমন? যার মনে যেমন। অর্থাৎ মানুষ যে রূপে তাকে আরাধনা করে সেই রূপেই তিনি তাকে কৃপা করতে পারেন বলে ভক্তগণ মনে করেন। ঈশ্বরের রূপ তাই অনেকের কাছে মুখ্য নয়; ভক্ত কোন আকৃতিতে তাঁকে আরাধনা করলেন সেটাও বিষয় নয়; তার ভক্তি, শ্রদ্ধা আর উদ্দেশ্যই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
ঈশ্বরের সঙ্গে বাঙালি হিন্দুদের মূলত প্রেমের সম্পর্ক বিদ্যমান। এই প্রেমের একটি দাস্যপ্রেম; অন্যটি বাতসল্য প্রেম। অর্থাৎ বাঙালি হিন্দুরা দুই রূপে তাঁকে আরাধনা করেন। এর একটি প্রভু-দাস রূপ ; অন্যটি সন্তান-মাতৃরূপ। নিজেদের দাস রূপে কল্পনা করে শ্রীকৃষ্ণের ধ্যানে বিভোর হওয়া এক ধরনের সাধনা। আবার নিজেদের সন্তান রূপে সজ্জিত করে ঈশ্বরকে মায়ের আসনে স্থান দেয়া; অন্য একধরনের উপাসনা। দুস্থলেই গভীর প্রেম ঈশ্বর ও মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করে। কোন প্রেমের আকর্ষণ সবচে বেশী; তা অবশ্য বলা দুস্কর। তবে বাঙালি হিন্দু এখন দুভাবেই তাঁকে ভজনা করে। অবশ্য নিজেকে প্রেমিকা রূপে কল্পনা করে কৃষ্ণকে প্রেমিক হিসেবে আরাধনা করার চিত্রও বাংলায় দুর্লক্ষ নয়। মধ্যযুগে এই (সখ্য) প্রেমের উপাসনাই ছিল তুলনামূলক বেশী।
ঈশ্বরের মার্তৃরূপের নাম দুর্গা। তিনি দুর্গতি নাশ করেন বলেন দুর্গা; আবার দুর্গম নামক অসুরকে বধ করেছেন বলেও দুর্গা। অবশ্য তিনি মহিষাসুরকে বধ করেছেন বলে মহিষাসুর মর্দিনী এবং জগতের সকল শক্তি ও মায়ার আধার বলে মহামায়া -মহাশক্তি। বিভিন্ন গুন ও রূপের উপর ভিত্তি করে তাঁকে চন্ডী, কালী, তারা, কাত্যায়নী প্রভৃতি নামেও সন্মোধন করা হয়। তবে রূপ তার যতই বৈচিত্র্যময় হোক না কেন; দুর্গার মূল পরিচয় শক্তি দেবী হিসেবে। তিনি ঈশ্বরের শক্তির প্রতীক। বিশ্বের সমস্ত শক্তির উৎস হিসেবে তাঁকে কল্পনা করা হয়।
সমস্ত শক্তির উৎস দুর্গতিনাশিনী দুর্গা মায়ের আশীর্বাদে সবার জীবনের সমস্ত রকমের দুর্গতির নাশ হয়ে আমাদের জীবন মঙ্গল আলোকে আলোকিত হোক – এই প্রার্থনাই করছি মায়ের কাছে। প্রত্যাশা করছি দুর্গাপূজো যেন কেবলমাত্র দুর্গা উৎসবে রূপান্তরিত না হয়।
মায়ের আগমনের মধ্য দিয়ে জগতের সমস্ত প্রাণীর কল্যাণ সাধিত হোক।
সবার প্রতি শারদীয় শুভেচ্ছা, প্রনাম ও শ্রদ্ধা।
মনোরঞ্জন তালুকদার
সহকারী অধ্যাপক
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com