Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রাইভেটকারচাপায় জগন্নাথপুরে নিহত দু’জনের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেটকারচাপায় জগন্নাথপুরের কাতিয়া গ্রামের ২ জন নিহত হওয়ার পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। রোববার গ্রামে পৃথক পৃথকভাবে নিহতদের নামাজে জানাজা অনুষ্টিত হয়। সকাল ১১টায় উপজেলার পাইলগাও ইউনিয়নের কাতিয়া মাদ্রাসা মাঠে নিহত শিক্ষক আতাউর রহমানের নামাজে জানাজা অনুষ্টিত হয়। পরে সিলেটের হয়রত শাহজালাল (রঃ) দরগায় তার দাপন সম্পন্ন করা হয়। সকাল ১০টায় অপর নিহত গিয়াস উদ্দিনের জানাজা নামাজ কাতিয়া গ্রামের খান বাড়ির মাঠে অনুষ্টিত হয়। পরে গ্রামের পঞ্চায়েতী কবর স্থানে তাকে দাফন করা হয়। শনিবার রাতে নিহত শিক্ষক আতাউর রহমান ও গিয়াস উদ্দিনের লাশ গ্রামে পৌঁছেলে সেখানে এক হৃদয় বিদায়ক অবস্থার সৃষ্টি হয়। পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে ।

প্রসঙ্গত, শনিবার দুপুরে শাবি ক্যাম্পাসের এক কিলোতে মেকানিক্যাল বিভাগের প্রধান ড. আরিফুল ইসলাম নামে এক শিক্ষকের ড্রাইভিং প্র্যাকটিসে দুইজন নিহত হন। নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের বাসিন্দা নিহতদের মধ্যে ছাতক ডিগ্রি কলেজের ওই শিক্ষকের নাম মো. আতাউর রহমান ও একই গ্রামে গিয়াস উদ্দিন (৬০)।

Exit mobile version