Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রেমিক প্রেমিকাকে পাতর ছুঁড়ে হত্যা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মালির উত্তরাঞ্চলে অবিবাহিত এক যুগলকে পাথর ছুঁড়ে হত্যা করেছে ‘ইসলামপন্থিরা’।

বুধবার স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাগলিতে মঙ্গলবার এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এলাকাটি কিদালের আগুয়েলহোক অঞ্চলের কাছে অবস্থিত।

প্রতিবেদনে বলা হয়েছে, জিহাদি গোষ্ঠীটি ওই অঞ্চল দখল করার পর এটাই এ ধরনের প্রথম ঘটনা। ২০১২ সালের মার্চ মাসে জিহাদিরা মালির উত্তরাঞ্চলীয় প্রধান প্রধান নগরীগুলো দখল করে নেয়।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘ইসলামপন্থিরা ওই নারী ও পুরুষকে দুটি গর্তের মধ্যে ফেলে পাথর ছুঁড়ে হত্যা করে। তারা বিয়ে ছাড়াই একত্রে বাস করছিল।’

ওই কর্মকর্তা এএফপিকে আরও বলেন, পাথর ছুঁড়ে এই হত্যাকাণ্ডে অংশ নিতে জনগণকেও আহ্বান জানানো হয়। ওই প্রেমিক যুগল মারা না যাওয়া পর্যন্ত চার জন তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে।

আরেকজন স্থানীয় কর্মকর্তা বলেন, ইসলামপন্থিরা এই অবিবাহিত প্রেমিক যুগলের বিরুদ্ধে ‘শরিয়া আইন’ লঙ্ঘনের অভিযোগ আনে। ইসলামী শরিয়া অনুযায়ী এই অপরাধের শাস্তি পাথর ছুঁড়ে হত্যা।

Exit mobile version