Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে ভারতীয় তরুণী

কানাইঘাট সংবাদদাতা : প্রেমের টানে বাংলাদেশের তরুণ আব্দুল হালিম (২৫) এর হাত ধরে কানাইঘাটে পালিয়ে এসেও ঘর করা হলোনা ভারতীয় তরুণী ফারভীন সুলতানা চৌধুরীর (২২)। কানাইঘাট দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী এ প্রেমিক যুগলকে আটক করে কানাইঘাট থানা পুলিশে সোপর্দ করেছেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে এ প্রেমিক যুগলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। থানা পুলিশের হেফাজতে থাকা ভারতীয় নাগরিক পারভীন ও তার প্রেমিক আব্দুল হালিমকে আজ পুলিশ আদালতে সোপর্দ করবে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার মানিকপুর গ্রামের সমছুদ্দিনের পুত্র আব্দুল হালিম (২৫) ভারতের মেঘালয় রাজ্যের ক্যারেলিয়ায় কয়লা খনিতে শ্রমিকের কাজ করতেন। সেখানে এক সহকর্মীর সাথে যাতায়াতের সুবাদে তার চাচাতো বোন আসাম রাজ্যের কাছাড় জেলার কাটিগড়া থানার সরশপুর গ্রামের নামর আলীর মেয়ে পারভীন বেগমের সাথে হালিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পারভীনের পরিবারের সদস্যরা এ সম্পর্ক মেনে নিতে পারেনি। এক সপ্তাহ পূর্বে প্রেমিকের হাত ধরে পারভীন বাড়ি থেকে পালিয়ে সীমান্ত পেরিয়ে আব্দুল হালিমের গ্রামের বাড়ি কানাইঘাটের মানিকপুরে আসে। থানা হাজতে থাকা আব্দুল হালিম জানায়, তারা একে অন্যকে ভালোবাসে। ধর্মীয় শরীয়ত মোতাবেক তারা বিয়েও করেছে। প্রেমিকা পারভীন আক্তার চৌধুরী জানিয়েছে, সে আব্দুল হালিমকে ভালোবাসে। তাকে ছাড়া সে বাঁচবে না। এদিকে, পারভীনের আত্মীয় স্বজন মেয়ের পালিয়ে আসার বিষয়টি বুঝতে পেরে বাংলাদেশে বসবাসরত তাদের স্বজনদের অবহিত করেন। মেয়ের স্বজনরা খোঁজাখুজির একপর্যায়ে জানতে পারে যে, পারভীন বেগম চৌধুরী প্রেমিক আব্দুল হালিমের মানিকপুর গ্রামের বাড়ীতে আছে। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীকে জানালে তিনি লোকজনের সহায়তায় প্রেমিক যুগলকে আটক করে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

Exit mobile version