Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও দেশীয় সংষ্কৃতি শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে- আকমল হোসেন

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অব্যাহত রাখতে হবে। ক্রীড়া ও দেশীয় সংস্কৃতিকে শিশুরা যদি লালন করতে পারে তাহলে আজকের এই শিশুরা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। আর এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারেন শিক্ষকরা। তাই তিনি পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চ্চার সুযোগ দিতে আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দুই দিন ব্যাপী আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ইউনিয়নের ১৬টি বিদ্যালয় অংশ নেয়। সমাপনী দিনে শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য ইমান আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী কাউছার এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ,যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের সেক্রেটারী আঙ্গুর আলী, প্রবাসী আমীর হোসেন, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদর,বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন প্রমুখ। পরে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Exit mobile version