Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফলোআপ- প্রতারণার মামলার ঘটনায় জগন্নাথপুর থানার এস.আই লুৎফুর ক্লোজ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর থানা পুলিশ প্রতারনা ও অর্থ আত্মসাতের মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির স্বজনরা তাকে মামলা ছাড়াই গ্রেফতার করে শারিরিক নিযয়াতনের অভিযোগ করেন সিলেট রেঞ্জের ডিআইডিজর নিকট্। ডিআইজি তাৎক্ষনিকভাবে অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূঁইয়া ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে সরেজমিনে জগন্নাথপুর থানায় পাঠান। পুলিশের ওই দুই উর্দ্বতন কর্মকর্তাকে আসামীকে জিজ্ঞাসাবাদ ও মামলার খোঁজ খবর নিয়ে চলে যান। রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই লুৎফুর রহমানকে ক্লোজ করার আদেশ দেন। গ্রেফতারকৃত ব্যক্তি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের আব্দুল মতলিবের ছেলে বিএনপি নেতা রহমত আলী (৩০)। পুলিশ ও মামলার বিবরণ সূত্র জানায়, শ্রীধরপাশা গ্রামের এজাজ মিয়া পরিবারের কাছ থেকে রহমত আলী লন্ডন নেয়ার কথা বলে ১৮ লাখ টাকা নিয়ে টাকা আত্মসাৎ করার ঘটনায় এজাজ মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার রাতে সিলেট শহরের মদীনা মার্কেট এলাকা থেকে জালালাবাদ থানার সহযোগীতায় রহমতকে গ্রেফতার করেন এস.আই লুৎফুর রহমান। এঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে রহমত আলীকে মামলা ছাড়া গ্রেফতার ও শারিরিক নির্যাতনের অভিযোগ আনা হয়। যার প্রেক্ষিতে জগন্নাথপুর থানার এস.আই লুৎফুর রহমান কে স্ট্যান্ড রিলিজ করার আদেশ হয়। জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান এস.আই লুৎফুরের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার কথা স্বীকার করে বলেন, যে ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ দেয়া হয়েছে ঘটনাটি একটি নিয়মিত মামলা। মামলার অভিযোগের ভিত্তিতেই আসামী গ্রেফতার করা হয়েছিল।

Exit mobile version