Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঈদযাত্রায় রং-টং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় দেখা যায়- ফিটনেসবিহীন গাড়িগুলো মালিক ভাইয়েরা রং-চং করে রাস্তায় নামান। রং-টং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, একজন ড্রাইভার রাজশাহীতে একটা গাড়ি নিয়ে গেলে সেখান থেকে আবার সাথে সাথে চলে আসতে হয়। আমরা তাদের বলেছি চালকদের যেন পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মানুষের জানমালের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়ে গেছে। যেন কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা না হয় এ বিষয়ে আমরা পুরাপুরি সজাগ রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী পুরাপুরি সজাগ আছে। পুলিশের জন্য আমরা শুধু জরুরি ছুটিটা রেখেছি। বাকি সব ছুটি বাতিল করা হয়েছে।

সুত্র সমকাল

Exit mobile version