জগন্নাথপুর২৪ ডেস্ক::
ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা । শুক্রবার মিন্দানায় অঞ্চলের দাভায় ওরিয়েন্টালের মানয় শহরের কাছে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি সৃষ্টি হয়। ফিলিপাইন ইন্সটিটিউট অব ভলকানোলোজি এন্ড সেসমিলোজি সুনামি সতর্কতার বিষয়ে জানিয়েছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি ঢেউয়ের উচ্চতার আশঙ্কা করা হচ্ছে। আরও বলা হয়েছে, প্রণালী বরাবর সুনামির ঢেউ বেশি হতে পারে। বিভিন্ন অঞ্চলে বসবাসকারী লোকদেরকে তাৎক্ষণিকভাবে উঁচু ও আরও ভেতরের কোনো স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।