Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফিলিস্তিনে সাহায্য বন্ধের হুমকি ট্রাম্পের

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: শান্তিচুক্তির আলোচনায় ‘অনাগ্রহী’ ফিলিস্তিনকে সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার টুইটারে এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সাহায্যের বিনিময়ে কোনো ধরনের ‘কৃতজ্ঞতা কিংবা সম্মান’ পাচ্ছে না। খবর বিবিসির

নতুন শান্তি আলোচনা শুরুর ক্ষেত্রেও ফিলিস্তিনের কোনো আগ্রহ নেই বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

টুইটারে ট্রাম্প বলেন, ‘কেবল পাকিস্তানই নয়, যাদের আমরা অহেতুক কোটি কোটি ডলার দিই, এ রকম আরও অনেক দেশ রয়েছে। উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা ফিলিস্তিনকে প্রতিবছর শত শত কোটি ডলার দিয়েও কোনো কৃতজ্ঞতা বা সম্মান পাচ্ছি না। এমনকি তারা অনেক দিন ধরে ঝুলে থাকা বিষয়ে সমঝোতাও করতে চায় না।’

Exit mobile version