1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ফুলেল শ্রদ্ধা ভালোবাসা চোখের জলে মিন্টু রঞ্জন ধরের স্মৃতি চারণ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
১৬ বছর পর জামায়াতের সমাবেশ,আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত নলুয়ারপার জগন্নাথপুরে আওয়ামী লীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন কেন্দ্রীয় যুবদল জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী এমএ মান্নানের জামিন তৃতীয়বারের মতো নামঞ্জুর দানের চেয়ে ঋণ পরিশোধ বেশি গুরুত্বপূর্ণ ড. ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ/ নির্বাচন সংস্কারের রোডম্যাপ দাবি ফেয়ার ফেইস জগন্নাথপুরের নতুন কমিটি গঠন সভাপতি মিনহাজ, সাধারণ সম্পাদক জুয়েল কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক মন্ত্রী এম এ মান্নান, নেওয়া হলো হাসপাতালে ইয়েমেনে ১৫টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ফুলেল শ্রদ্ধা ভালোবাসা চোখের জলে মিন্টু রঞ্জন ধরের স্মৃতি চারণ

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্টাফ রিপোর্টার-জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রাজনীতিবীদ  মিন্টু রঞ্জন ধরের মরদেহ জগন্নাথপুর বাজারে আসলে সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা ভালোবাসা ও  চোখের জলে তাঁর স্মৃতি চারণ করেন। মঙ্গলবার বিকেলে ইকড়ছই এলাকায় তাঁর নিজ বাসভবনে মরদেহ নিয়ে আসা হলে পরিবারের সদস্যদের পাশাপাশি আত্বীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন।পরে জগন্নাথপুর বাজারের বড় গলিতে মরদেহ নিয়ে রাখা হলে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার শোকার্ত মানুষ শেষ দেখত ভিড় করেন। হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসা ও চোখের জলে সিক্ত হয় মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি। একে একে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগ , জগন্নাথপুর বাজার বণিক সমিতি, জগন্নাথপুর বাজার তদারক কমিটি ও ব্যবসায়ীবৃন্দ। জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ আহমেদ ভূঁইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,উপজেলা পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় শশ্মানঘাট উন্নয়ন পরিচালনা কমিটি,ড্রাগ সমিতি জগন্নাথপুর, মেঘাসিল ফার্নিসার,নলজুর কর্পোরেশন সহ বিভিন্ন ব্যবসায়ীক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ক্রীড়া সংগঠক সালাহ উদ্দিন ভূঁইয়া ও  শায়েক আহমেদের পরিচালনায় মিন্টু রঞ্জন ধরের স্মৃতি চারনে বক্তব্য দেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া,প্রয়াত মিন্টু রঞ্জন ধরের ছোট ভাই ডাক্তার মধু সুধন ধর,জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার,জয়দ্ধীপ সূত্রধর বীরেন্দ্র, সাংবাদিক অমিত দেব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পীর ছালিক আহমেদ ডন, উপজেলা যুবদল আহ্বায়ক আব্দুল হাশিম ডালিম,উপজেলা ছাত্র লীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ এছাড়াও জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর সুহেল আহমদ, কামাল হোসেন, কৃষ্ণ চন্দ, ব্যবসায়ী আতাউর রহমান,আওয়ামী লীগ নেতা ফিরোজ আলী,মুজিবুর রহমান  সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শেষ দেখতে উপস্থিত হন।পরে রাত আটটায় তাঁর মরদেহ বাসুদেব বাড়ি বাসুদেব মন্দির প্রাঙ্গণে নিয়ে গেলে নারী পুরুষ নির্বিশেষে তাকে শেষ দেখতে ভিড় করেন। এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এসময়,বাসুদেব মন্দির উন্নয়ন পরিচালনা কমিটি,আনন্দ ময়ী পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে বক্তব্য দেন প্রয়াত মিন্টু রঞ্জন ধরের ছোট ভাই ডাক্তার মধু সুধন ধর,সাবেক পৌর কাউন্সিলর গিয়াসউদ্দিন মুন্না।

প্রয়াত মিন্টু রঞ্জন ধরের ছোট ভাই ডাক্তার মধু সুধন ধর পরিবারের পক্ষ থেকে তাঁর ভাইয়ের প্রতি মানুষের ভালোবাসায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আজ সকাল ১০ টায় ইকড়ছই এলাকার নিজ বাড়িতে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com