Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফেসবুকে আ,লীগের বিরুদ্ধে ষ্ট্যার্টাস, জগন্নাথপুর থানায় ছাত্রলীগ নেতার অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার::

বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধ সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ন বিভিন্ন স্ট্যার্টাস আপলোড করে আওয়ামীলীগের
ভাবমূর্তিক্ষুন্ন করার অভিযোগ এনে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি
মনজুরুল ইসলাম মঞ্জু জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্র থেকে জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগন্জ ইউনিয়নের রৌয়াইল
গ্রামের  মৃত তারিক উল্লাহ ছেলে জমিয়ত নেতা আব্দুর রাজ্জাক গত জাতীয় সংসদ
নির্বাচনে একই গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মনজুর আহমদ মঞ্জুর সঙ্গে
নির্বাচনী বিরোধে জড়িয়ে পড়ে। সম্প্রতি আব্দুর রাজ্জাক তার ফেসবুক আইডিতে
আওয়ামীলীগ যারা করে তারা চুরি করে এমন মন্তব্য করে স্ট্যার্টাস দেন।
এছাড়াও গত ২ জানুয়ারী আব্দুর রাজ্জাক তার ফেসবুক আইডিতে ‘এই নির্বাচনে জয়
লাভ করে যারা বিজয় উল্লাস করেছে এবং দাম্ভিকতা দেখিয়ে অহেতুক জনগনকে
হয়রানী করছে ওরা মস্তিক বিকৃত চমে নির্লজ্জ জনগোষ্ঠি। আমি তো মনে করি
জনসম্মুখে না এসে মায়ের কিংবা বউয়ের আচঁল তলে মুখ ঢেকে ওদের চলাফেরা করা
উচিৎ। যদি কিছুটা হলেও লজ্জা থাকে। লজ্জা…চরম লজ্জা’!!! লিখে
ষ্ট্যার্টাস আপলোড করে। এতে করে আওয়ামীলীগের ভাবমুর্তির বিনষ্টে অপ্রচার
চালানোর পাশাপাশি  ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধের সামিল মনে করে এ
বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি
রৌয়াইল গ্রামের মনজুর আহমদ মঞ্জ বাদী হয়ে জগন্নাথপুর থানায় লিখিতভাবে
অভিযোগ করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে
আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version