Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফেসবুকে ছড়ানো গুজবে কান না দিতে জগন্নাথপুরে জনসচেতনতামূলক সভা

ফেসবুকে ছড়ানো গুজবে কান না দিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে জগন্নাথপুরের বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দের নিয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল চারটায় উপজেলা প্রাঙ্গণে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুরের সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মাওলানা হাজী এমদাদ উল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি ফেসবুকে গুজব ছড়িয়ে ভোলার বুরহান উদ্দিনের উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়। এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ফেসবুকে ছড়ানো গুজবে কান না দেয়ার জন্য আহবান জানান বক্তারা।

Exit mobile version