1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ফেসবুক ও গুগলের সঙ্গে এত বড় জালিয়াতি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

ফেসবুক ও গুগলের সঙ্গে এত বড় জালিয়াতি

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৪২৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ই-মেইল প্রতারণার মাধ্যমে গুগল-ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জালিয়াতি বা প্রতারণা, তথ্য চুরি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে লিথুনিয়ার এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তাইওয়ানের একটি ইলেকট্রনিক যন্ত্র (কম্পিউটার) নির্মাতা প্রতিষ্ঠানের ছদ্মবেশে দুটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে বোকা বানানোর ঘটনা ঘটেছে।
ফরচুন সাময়িকীর এক অনুসন্ধানী প্রতিবেদনে স্ক্যামের বা জালিয়াতির শিকার হওয়া ওই প্রযুক্তি প্রতিষ্ঠান দুটির নাম উঠে এসেছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে গুগল ও ফেসবুক।
গুগল ও ফেসবুকের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়েছে, তাদের কর্মীরা এই ফিশিং স্ক্যামের শিকার হয়েছেন।

ইন্টারনেটে ফিশিং বলতে ছদ্মবেশে প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে তথ্য-অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টিকে বোঝানো হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম ইভালদাস রিমাসাসকাস (৪৮)। তাঁর বিরুদ্ধে ভুয়া ই-মেইল ঠিকানা, ইনভয়েস ও ভুয়া চুক্তিপত্র তৈরির অভিযোগ করা হয়েছে। গুগল ও ফেসবুক কর্তৃপক্ষকে বোকা বানিয়ে নকল ডকুমেন্ট তৈরি করে অর্থ পরিশোধের জন্য অনুরোধ করেন। কম্পিউটার সরবরাহের জন্য ওই অর্থ লাটভিয়া, সাইপ্রাস, হংকং, স্লোভেনিয়া, হাঙ্গেরি ও লিথুনিয়ার বিভিন্ন ব্যাংকে জমা হয়।

গুগল ও ফেসবুকের উভয় মুখপাত্র বলেছেন, ভুয়া বা জালিয়াতির বিষয়টি ধরতে পারার পর অর্থ উদ্ধারের চেষ্টা চালান তাঁরা। ফরচুনের প্রতিবেদনে বলা হয়েছে, বেহাত হওয়া ওই অর্থের অধিকাংশ উদ্ধার করা গেছে। তবে ঠিক কী পরিমাণ অর্থ বেহাত হয়েছে, সে তথ্য জানায়নি ফেসবুক ও গুগল।

ইভালদাস রিমাসাসকাস (৪৮) তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তদন্ত বিষয়েও প্রশ্ন তুলেছেন রিমাসাসকাস ও তাঁর আইনজীবী। রিমাসাসকাস বর্তমানে লিথুনিয়ায় পুলিশ হেফাজতে আছেন। তাঁকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে প্রতিবার ওয়্যার জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের জন্য ২০ বছর করে জেল ও তথ্য চুরির জন্য কমপক্ষে দুই বছরের সাজা হতে পারে।

ফরচুনের প্রতিবেদনে বলা হয়েছে, ই-মেইল স্ক্যামের শিকার হওয়ার ঘটনাটি এটা প্রমাণ করে, গুগল-ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানও এ ধরনের জালিয়াতির শিকার হতে পারে। তবে ২০১৩ সালের দিকের এ ঘটনা এত দিন চেপে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com