Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফোন নাম্বার ক্লোনে ওসমানীনগরের ইউএনও পরিচয়ে জনপ্রতিনিধিদের কাছে চাঁদা দাবি

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সরকারি ও ব্যক্তিগত মোবাইল নাম্বার থেকে জনপ্রতিনিধিদের নিকট টাকা দাবি করা হয়েছে। চাঁদা দাবিকারী নিজেকে ইউএনও হিসেবেও পরিচয় দেয়।

তবে ইউএনওর’র দাবি তার মোবাইল ফোন নাম্বার ক্লোন করে এটি করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছন।

রোববার দুপুরে মোবাইল নাম্বার ক্লোনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউএনও।

এদিকে, ইউএনও তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে ওসমানীনগর বাসীকে তাঁর ক্লোন হওয়া নম্বর থেকে টাকা পয়সা চাইলে না দিতে অনুরোধ জানিয়ে সতর্ক করেন।

জানা যায়, রোববার দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসারের ওসমানীনগর ০১৭৩০৩৩১০২৯/ ০১৭১২৬১৮৯১২ মোবাইল ফোন নম্বর ক্লোনিং করে উপজেলার উছমানপুর ইউপি চেয়ারম্যান মঈনুল ফারুককে ফোন করে ইউএনও পরিচয় দিয়ে টিআর কাবিখা বরাদ্দের জন্য বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে। এসময় চেয়ারম্যান ফারুক কলদাতাকে বিভিন্ন প্রশ্ন করলে ফোনের লাইন কেটে দেয়।

উছমানপুর ইউপি চেয়ারম্যান মঈনুল আজাদ ফারুক বলেন, ইউএনও’র নম্বর থেকে একজন আমাকে কল করে বলে আমি ওসমানীনগরের ইউএনও বলছি আমি আরেকটি নাম্বার থেকে কল দিচ্ছি ফোনটি রিসিভ করেন। অপরিচিত ০১৮৪৯৪৫৪০২৮ এই নাম্বার থেকে কল করে টিআর কাবিখা বরাদ্দের নামে টাকা দিতে দাবি করে ওই কলদাতা।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যাকে নির্দেশ দিয়েছি।

এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, ইউএনও মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন। কিন্তু লিখিত কোনো অভিযোগ পাইনি।

Exit mobile version