Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বঙ্গঁবন্ধুর খুনীর বাড়ি কুবাজপুরে মুকুটের এমন বক্তব্যের প্রতিবাদে রানীগঞ্জবাসীর প্রতিবাদসভা

আজহারুল হক ভূইয়া শিশু:: বঙ্গঁবন্ধুর খুনীর বাড়ি জগন্নাথপুরের কুবাজপুর গ্রামে উল্লেখ করে গত ১৫ই আগষ্ট সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল হুদা মুকুট এর বক্তব্যের প্রতিবাদে বুধবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে রানীগঞ্জ ইউনিয়নবাসীর ব্যানারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান শহিদুল ইসলাম রানা মিয়ার সভপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যন মুক্তাদীর আহমদ মুক্তা। সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী আওয়ামীলীগ নেতা আনফর উল্লা, আখলাক মিয়া, আব্দুল কাদির, আরফাত আলী, সাজ্জাদ মিয়া, সিলেট মহানগর যুবলীগ নেতা দুলন আহমদ চেীধুরী, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুরর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, আবু তাহের রোহান, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, আলাল আহমেদ, মিলাদ মিয়া ম্বেবার, কবির আহমদ, শামীম আহমদ, কামাল আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে একটি এলাকার ইতিহাস ঐতিহ্যকে কলংকিত করায় আমরা মেনে নিতে পারি না। কুবাজপুর তথা রানীগঞ্জ ইউনিয়নে বঙ্গঁবন্ধুর কোন খুনীর জন্ম হয়নি। এটি ডাহা মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত প্রচারনা। এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান। এ ধরনের ইতিহাস বিকৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবী জানানো।

Exit mobile version