1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বড় ভাই ফিরলেও ছোট ভাই-বোনের মরদেহ ভাসল পুকুরে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৬ মে ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

বড় ভাই ফিরলেও ছোট ভাই-বোনের মরদেহ ভাসল পুকুরে

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার::

বড় ভাই ইন্দ্রজিতের সঙ্গে পুকুরে গোসল করতে যায় ছোট দুই ভাই-বোন। গোসল করে ফিরে আসে ইন্দ্রজিৎ। তবে ফেরেনি প্রীতম সরকার (২) ও নিঝুম সরকার (৪)। তাদের ভাসমান দেহ উদ্ধার করা হয়েছে পুকুর থেকে।

শনিবার (১৯ আগস্ট) এমন ঘটনা ঘটেছে সুনামগঞ্জের জগন্নাতপুরের রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামে। মৃত দুই শিশু ওই গ্রামের নিখিল সরকারের সন্তান।

পরিবারের সদস্যরা জানায়, বড় ভাই ইন্দ্রজিতের সঙ্গে গোসল করতে যায় তারা। ইন্দ্রজিৎ গোসল শেষ করে ঘরে ফিরে আসে।

পরে ছোট ছেলেকে খুঁজতে যায় মা। এ সময় তিনি পুকুরে প্রীতমের দেহ ভাসতে দেখেন। এরপর পুকুরে খুঁজে নিঝুমের দেহও পাওয়া যায়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মনিরুজ্জামান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।মৃত শিশুদের চাচাত্ব ভাই কাজল সরকার  জানান, প্রীতম প্রায়ই একা একা পুকুরে চলে যেতো। ধারণা করা হচ্ছে, ছোট ভাইকে বাঁচতে সাঁতার না জানা নিঝুমও পানিতে ডুবে মারা যেতে পারে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com