Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বন্ধ করে দেয়া নবীগঞ্জ-টুকের বাজার সড়কের পাকাকরনের কাজ কাজ চালু

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ-টুকের বাজার সড়কের রাস্তা পাকাকরনের কাজ নিন্ম মানের হওয়ার অভিযোগে বিক্ষোব্ধে এলাকাবাসী গত শুক্রবার সকালে বন্ধ করে দেয়া কাজ সিডিউল মোতাবে কাজ করার শর্তে চালু করে দিয়েছেন। শর্ত মোতাবেক বর্তমানে পুরো রাস্তায় মেকাডমের কাজ শেষ করে বৃষ্টি পাতের দিন শেষ হলে সিডিউল মোতাবেক কার্পেটিং এর কাজ শুরু করবেন। এলাকাবাসী তা তদারকি করবেন বলেও জানাগেছে। গতকাল সকালে উপজেলা নির্বাহী প্রকৌশলী সৈয়ম সইদুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনসহ এলাকাবাসীর সাথে আলোচনা করে উক্ত রাস্তা নির্মাণের সিডিউল দেখিয়ে সে মোতাবেক কাজ করার প্রতিশ্র“তি দিলে উত্তোপ্ত পরিস্থিতির নিরসন হয়। এখন থেকে রাস্তার কাজ করতে এলাকাবাসীর বাধাঁ থাকবে না। তবে কোন প্রকার অনিয়ম, দূর্নীতির আশ্রয় নিয়ে নিন্ম মানের কাজ করলে পুণরায় রাস্তার কাজ বন্ধ করে দেয়ারও হুমকী দেন এলাকাবাসী।
উলে¬খ্য, গত শুক্রবার সকালে ওই এলাকার শত শত জনতা নবীগঞ্জ-টুকের বাজার সড়কের নির্মাণ কাজে অনিয়ম, দূর্নীতির আশ্রয় নিয়ে নিন্মমানের কাজ করার অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দেন

Exit mobile version