Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বর্তমান প্রজন্ম স্বপ্ন দেখে রাজাকার মুক্ত বাংলাদেশের-ব্যারিস্টার এম এনামুল কবির ইমন

স্টাফ রিপোর্টার:: :কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিসদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন বার বার ইতিহাস বিকৃত করে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে। দেশের বর্তমান প্রজন্ম স্বপ্ন দেখে রাজাকার মুক্ত বাংলাদেশের। শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক মান বজায় রেখে যুদ্ধাপরাদীদের বিচার করে হচ্ছে। রাজাকাদের বিচার করেই বাংলাদেশ সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার ছিল যুদ্ধাপরাধীদের বিচার, সেই কাজটাই সরকার করে যাচ্ছে।
তিনি বৃহস্পতিবার রাত সোয়া ১টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ’র ইয়াং নাইট অনুষ্টানে অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন হাসনরাজা, রাধারমণ, বাউল শাহ আবদুল করিমের মত জগৎ বিখ্যাত আউল-বাউলারা সুনামগঞ্জের রাজনীতির সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। মরহুম আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, বরুণ রায়, আব্দুর রইছ সহ অনেক রাজনীতিবিদ সুনামগঞ্জের রাজনীতির সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। এখানকার বর্তমান প্রজন্ম তাদের দেখিয়ে দেয়া সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পথে হাটছে।

Exit mobile version