Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বর্ষবরণের উৎসবে নারীদেরে যৌন নিপীড়নের ঘটনার ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে আটজনকে চিহ্নিত করেছে পুলিশ

জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকম ডেস্ক::বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন নিপীড়নের ঘটনার ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে আটজনকে চিহ্নিত করেছে পুলিশ।

তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে না পেরে সবার সহযোগিতা চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। কেউ তাদের পরিচয় সনাক্ত করতে পারলে ১ লাখ টাকা পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক রোববার রাজধানীর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের উৎসবের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে এক দল যুবক নারীদের ওপর চড়াও হয়। তাতে বাধা দিতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন।

সে সময় চার নিপীড়ককে ধরে এসআই আশরাফসহ দুই পুলিশ কর্মকর্তার কাছে দেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ছাত্র ইউনিয়ন নেতা লিটন।

ওই ঘটনায় পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়লেও গত এক মাসে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ সারা দেশে নিবন্ধনহীন মোটর-সাইকেলের বিরুদ্ধে অভিযানে নামছে বলেও সংবাদ সম্মেলনে জানান আইজিপি।

তিনি বলেন, “আজ থেকে ১৫ দিন সময় দেওয়া হবে। এরপর ৩ জুন থেকে পুলিশ রেজিস্ট্রেশনহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করবে।”

Exit mobile version