Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাঁধ দূর্নীতির তদন্ত চলছে

স্টাফ রিপোর্টার
পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন,‘এবারের আগাম বন্যায় ১৫-১৬ ফুট পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যায় হাওরের বোরো ফসল নষ্ট হয়েছে। তবে বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠায় পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড ও দুদক তদন্ত করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া
হবে। কাউকে ছাড় দেয়া হবে না। আগামী বন্যা প্রতিরোধ ও হাওরের ফসল রক্ষায় সুনামগঞ্জের রক্তি, বৌলাই, যাদুটাকা ও মরা সুরমা নদী খনন করা হবে। ইতোমধ্যে একটির টেন্ডার আহবান করা হয়েছে। অন্য তিনটির প্রক্রিয়াও দ্রুত করা হবে। আগামীতে জানুয়ারির মধ্যেই বাঁধের কাজ করতে হবে। বাঁধ নির্মাণে আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। আগামীতে উপজেলা পরিষদের মাধ্যমে বাঁধের কাজ বাস্তবায়নের চেষ্টা করব। জেলা প্রশাসকের সম্পৃক্ততাও রাখা হবে।’

Exit mobile version