Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাংলাদেশকে হারিয়ে সিরিজ ড্র করল অজিরা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
শেষ বিকালে মোস্তাফিজ, তাইজুল আর সাকিবের জ্বলে ওঠায় লিডটা আরেকটু বেশি কেন হলো না- সেই আক্ষেপ পোড়াতেই পারে ভক্তদের।

ন্যাথান লায়নের ঘূর্ণি জাদুতে টাইগারদের দ্বিতীয় ইনিংস থামে ১৫৭-তে। অস্ট্রেলিয়ার সামনে সহজ টার্গেট আসে ৮৬ রানের।

সেই টার্গেট তাড়া করতে নেমে ৪৮ রান তুলতেই ৩ উইকেট হারালেও শেষ হাসি অজিবাহিনীরই।

শেষ পর্যন্ত একদিন বাকি থাকতেই ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্মিথ বাহিনী।

ঢাকা টেস্টে অনেকটা নিষ্প্রভ মোস্তাফিজুর রহমান আইপিএল সতীর্থ ডেভিড ওয়ার্নারকে দ্বিতীয় ইনিংসেও সাজঘরে ফেরত পাঠান। ২০ বলে মাত্র ৮ রান করে ফিরে যান ওয়ার্নার। মোস্তাফিজের বল উঠিয়ে মারতে গিয়ে সৌম্য সরকারের সহজ ক্যাচে পরিণত হন তিনি।

এর আগে প্রথম ইনিংসেও সতীর্থ মোস্তাফিজের শিকার হয়েছিলেন অজিদের ব্যাটিং স্তম্ভ ওয়ার্নার। দুই ইনিংস মিলে মোস্তাফিজের উইকেট ৫।

পরে ১৬ রান করা অজি অধিনায়ক স্টিফেন স্মিথকে ফেরান তাইজুল। মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি।

এরপর ম্যাট রেনশকে শিকারে পরিণত করেন সাকিব। তার বলে খোঁচা দিয়ে মুশফিকের হাতে ধরা পড়ে ফিরে যান তিনি। এর আগে অবশ্য করেন প্রয়োজনীয় ২২ রান।

উল্লেখ্য, প্রথম ইনিংসে ৩০৫ রান করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া ৩৭৭ রান করে ৭২ রানের লিড নেয়।

Exit mobile version