Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাংলাদেশী শিক্ষাথীদের জন্য বিনা খরচে লন্ডনে পড়ালেখার সুযোগ

আমিনুল হক লন্ডন থেকে:: বাংলাদেশী শিক্ষাথীদের ব্রিটেনে বিনা খরচে পড়ালেখার সুযোগ দিতে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র শ্লোগানে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিন্সটার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত এক স্কলারশিপ। ফুল টিউশন ফি, থাকার ব্যবস্থা, জীবনযাত্রার খরচ, বিমানে আসা যাওয়ার টিকেট। সবই দিবে ওরা, আর আপনার কাজ শুধু পড়াশোনা করা।
বিষয়সমূহ: ইউনিভার্সিটি অব ওয়েস্টমিন্সটারে পঠিত বিষয়সমূহ। (আন্ডারগ্রেজুএট ডিগ্রির জন্য আবেদনযোগ্য)

যোগ্যতা:
– উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে
– ইউনিভার্সিটি অব ওয়েস্টমিন্সটারে ফুল টাইম আন্ডারগ্রেজুএট ডিগ্রি করতে আগ্রহী হতে হবে

সুবিধাসমূহ:
– ফুল টিউশন ফি
– থাকার ব্যবস্থা
– জীবনযাত্রার খরচ
– লন্ডনে যাওয়া এবং দেশে আসার বিমান টিকেট

একাডেমিক এক্সিলেন্স, আর্থিক প্রয়োজন এবং উন্নয়নখাতে অবদান রাখতে পারে এমন শিক্ষার্থীকে বাছাই করে এ বৃত্তি দেয়া হবে।

যেভাবে আবেদন করবেন: খুব সহজেই অনালাইনে করা যাবে এ আবেদন। ক্লিক করুন: University of Westminster

আবেদনের শেষ তারিখ: ১ মে, ২০১৫

Exit mobile version