Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাংলাদেশ দলকে আবারও সেওয়াগের খোঁচা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ;;আবারো বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে বিদ্রুপ করলেন বীরেন্দ্রর সেওয়াগ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের লড়াই শেষে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে তারা ভারতকে পাওয়ার পর এক দফা বিদ্রুপ করেন ভারতের এ সাবেক ক্রিকেটার। তখন তিনি পাকিস্তানকে পুত্র ও বাংলাদেশকে নাতি হিসেবে উল্লেখ করে টুইট করেন। তখন লেখেন, ভারতের সঙ্গে তার পুত্র পারলো না তাহলে নাতি কিভাবে পারবে? সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ভারতের কাছে হেরে গেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। বাংলাদেশের হারের পর ফের টুইট করেন বীরেন্দ্রর সেওয়াগ। তিনি এবার খোঁচা দিয়ে টুইট করেন, ‘ভাল চেষ্টা করেছ পোতে। দারুণ প্রচেষ্টায় সেমিফাইনালে উঠেছ। এটা তো ঘরের কথা। বাবা দিবসে পুত্রের সঙ্গে ফাইনালের লড়াই। মজাকে সিরিয়াসভাবে নিও না পুত্র।’ ‘পোতে’ বলতে তিনি বাংলায় ‘পোতা ছেলে’ কিংবা ‘নাতি’ বুঝিয়েছেন। ১৮ জুন বাবা দিবস। সেদিন ওভালে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলবে ভারত। ১৯৪৭ সালে পাক-ভারত আলাদা হয়। সেদিকে ইঙ্গিত করে পাকিস্তানকে তিনি ভারতের পুত্র হিসেবে উল্লেখ করেছেন। আর ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। এই হিসেবে বাংলাদেশকে তিনি ‘নাতি’ হিসেবে বিবেচনা করেছেন।

Exit mobile version